২০২২-২৩ অর্থবর্ষেভারতেরসীফুডরপ্তানিরপরিমাণপ্রায়US$৮০০ কোটি-তেপৌঁছবেবলেআশাকরাহচ্ছে

সীফুডরপ্তানিরক্ষেত্রেবড়পদক্ষেপগ্রহণকরতেচলেছেকেন্দ্রীয়বাজেট :শীর্ষস্থানীয়আমদানিকারিদেশগুলিরসাথেভার্চুয়ালক্রেতা-বিক্রেতামীটআয়োজনেরপরিকল্পনাকরছেন MPEDA- এরচেয়ারম্যান
Kochi / February 13, 2023

কোচি, ফেব্রুয়ারি 13:মহামারীরকারণেপ্রায়তিনবছরধরেবিশ্ববাজারমন্থরথাকা, পরিবহনেপ্রতিবন্ধকতাএবংচিংড়িকনসাইনমেন্টগুলিতেকড়ানজরদারিথাকাসত্ত্বেও, ভারতেরসীফুডরপ্তানিরপরিমাণ 2022-23 অর্থবর্ষে 8 বিলিয়নমার্কিনডলারেপৌঁছানোরসম্ভাবনারয়েছে, যাসর্বকালেরসর্বোচ্চ।

এ বছরকেন্দ্রীয়বাজেটেসাব-স্কিমপ্রধানমন্ত্রীমৎস্যকিষাণসমৃদ্ধিসহ-যোজনা (PM-MKSSY)-এরজন্য6,000 কোটিটাকাবরাদ্দকরাহয়েছে, যাপ্রাথমিকভাবেমাছেরউৎপাদনবৃদ্ধিতেসাহায্যকরবে, ফলেরপ্তানিরজন্যঅনেকবেশিপরিমাণমাছউপলভ্যথাকবে। প্রাতিষ্ঠানিকঅর্থেরএইব্যাবহারমৎস্যজীবী, মাছবিক্রেতাএবংছোটো ও ক্ষুদ্রউদ্যোক্তাদেরক্রিয়াকলাপকেউৎসাহিতকরবে, ভ্যালুচেনেরদক্ষতাউন্নতকরবেএবংবাজারপ্রসারিতকরবে।

মেরিনপ্রোডাক্টসএক্সপোর্টডেভেলপমেন্টঅথরিটি (MPEDA)-এরচেয়ারম্যানশ্রীডিভিস্বামীবলেছেন, “মাছধরারচিরস্থায়ীপদ্ধতি, মূল্যসংযুক্তিকরণকরা, জলকৃষিতেবৈচিত্র্যএনেউৎপাদনবৃদ্ধিএবংনতুনবাজারেআক্রমণাত্মকভাবেপ্রবেশকরারজন্যবহুমুখীকৌশলেরমাধ্যমেআমরানতুনউচ্চতাঅর্জনেরবিষয়েআশাবাদী।

এছাড়াও, জলজপ্রাণীদেরখাবারতৈরিরকাজেব্যবহৃতমাছেরলিপিডঅয়েল, মাছেরখাবার, ক্রিলমিল, মিনারেলএবংভিটামিনপ্রিমিক্সেরমতোউপাদানগুলিরউপরেপ্রযোজ্যশুল্কহ্রাসকরলেতাউৎপাদনখরচকমাতেসাহায্যকরবে, যাজলজশিল্পেরসমগ্রস্টেকহোল্ডারদেরএকটিপ্রতিযোগিতায়কিছুটাএগিয়েথাকতেসাহায্যকরবে।

২০২২-২৩ অর্থবর্ষেরপ্তানিবাড়ানোরকৌশলেরঅংশহিসাবে, MPEDA জাপান, চিন, রাশিয়া, যুক্তরাজ্য, ভিয়েতনাম, জার্মানি, মালয়েশিয়া, দক্ষিণকোরিয়া, ওমান, সিঙ্গাপুরএবংস্পেনেরসাথেপ্রায় ৪০টি ভার্চুয়ালক্রেতা-বিক্রেতামিট (VBSMs) আয়োজনকরেছে। ২০২১-২২ সালে, MPEDA ২১টি দেশকেনিয়েএমন ৩৯টি VBSM -এরআয়োজনকরেছিল।

এটিবিশিষ্টসীফুডশো-তেশারীরিকভাবেবাভার্চুয়ালিঅংশগ্রহণকরেছিল, যারমধ্যেউল্লেখযোগ্যবস্টনেসীফুডএক্সপোনর্থআমেরিকা (SENA); বার্সেলোনায়সীফুডএক্সপোগ্লোবাল (SEG); জাপানইন্টারন্যাশনালসীফুডঅ্যান্ডটেকনোলজিএক্সপো, টোকিও; ফিশইন্টারন্যাশনালব্রেমেন, জার্মানি; সীফুডএক্সপোএশিয়া, সিঙ্গাপুর; ওয়ার্ল্ডফুডমস্কো, রাশিয়া; এবংদক্ষিণকোরিয়ায়বুসানইন্টারন্যাশনালসীফুডঅ্যান্ডফিশারিজএক্সপো (BISFE)এরমধ্যেঅন্তর্ভুক্তরয়েছে।

MPEDA ভারতীয়সীফুডেরমার্কেটহিসেবেবিশ্বেরদ্বিতীয়বৃহত্তমআমদানিকারকদেশচিনেরসীফুডমার্কেটনিয়েগবেষণাকরেছে, তারপাশাপাশি CIS (কমনওয়েলথঅফইন্ডিপেন্ডেন্টস্টেটস্), মধ্যপ্রাচ্যএবংদক্ষিণপূর্বএশিয়ারদেশগুলিরজন্যঅনুরূপগবেষণারপরিকল্পনাকরাহয়েছে।

আগামীফেব্রুয়ারি-এপ্রিলেরমধ্যেগালফুড, SENA বস্টনএবং SEG বার্সেলোনারমতআসন্নবাণিজ্যমেলায়অংশগ্রহণেরজন্যওপরিকল্পনাতৈরিকরাহয়েছে, যাতেশিল্পেরসর্বশেষঅগ্রগতিসম্পর্কেজ্ঞানসংগ্রহকরাযায়এবংব্যবসায়িকউন্নতিরলক্ষ্যেবিদেশীবাজারেভারতীয়সীফুডপণ্যগুলিপ্রদর্শনকরাযায়।

ভারতেসীফুডপ্রসেসিং-এরকাজেঅত্যাধুনিকপ্রযুক্তিব্যবহারকরেএমনঅনেকপ্রসেসিংইউনিটরয়েছে, একথাউল্লেখকরে, শ্রীস্বামীবলেন, এইবিষয়টিআমাদেরদেশকেযন্ত্রাংশপ্রস্তুতকারক, সরবরাহকারীএবংসার্টিফিকেশনসংস্থাগুলিরকাছেঅন্যতমআকর্ষণীয়মার্কেটেপরিণতকরেছে।

রপ্তানিবাড়াতেপারেএমনঅন্যান্যপদক্ষেপেরতালিকাউল্লেখকরে, তিনিবলেন, রাজীবগান্ধীসেন্টারফরঅ্যাকুয়াকালচার (RGCA) হল MPEDA-এরটেকনোলজিস্ট্যান্ডার্ডাইজেশানএবংট্রান্সফারউইং, যেখানে Penaeus monodon (টাইগারপ্রণবাবাগদাচিংড়ি) এরব্রডস্টকমাল্টিপ্লিকেশনসেন্টার (BMC) এরপাইলটপ্রকল্পস্থাপনকরাহয়েছে। এইপ্রজাতিরচাষমূলতআন্দামান ও নিকোবরদ্বীপপুঞ্জেকরাহয়এবংতাতেসহায়তাকরেবিশাখাপত্তনমেরডিপার্টমেন্টঅফফিশারিজ। এটিঅন্ধ্রপ্রদেশেরকৃষ্ণাজেলারমনিকোন্ডাগ্রামে GIFT তেলাপিয়ামাছপ্রকল্পএবংগবেষণাইউনিটওবাড়াচ্ছে।

এছাড়াও, সেন্ট্রালকোয়ারেন্টাইনফেসিলিটি, যা MPEDA-RGCA-এরঅধীনেচেন্নাইতেকাজকরছে, সেখানেআমদানিকরাL.vannameiচিংড়িব্রুডস্টকেপ্যাথোজেনস্ক্রীনিংকরছে। কৃষকএবংরপ্তানিকারকদেরমধ্যেসংযোগকারীভার্চুয়ালকমার্সপ্ল্যাটফর্ম E-SANTA চালুকরারপাশাপাশি, MPEDA রেসিডিউ-মুক্তচিংড়িরজন্য SHAPHARI সার্টিফিকেশন (উন্নতজলকৃষিঅনুশীলনেরজন্যএকটিঅ্যাকোয়াফার্মেরক্ষেত্রেপ্রযোজ্য) প্রদানকরছে।

তিনিজানিয়েছেন, “MPEDA এইরপ্তানিলক্ষ্যমাত্রাঅর্জনেরজন্যসীফুডউৎপাদন, ভ্যালুযোগকরাএবংসীফুডেরজন্যবাজারেপ্রচারসম্পর্কিতসমস্তপ্রয়োজনীয়বিষয়েহস্তক্ষেপকরছে। ভারতীয়সীফুডেরব্র্যান্ড, গুণমানএবংপ্রতিযোগিতারমানসিকতাকেশক্তিশালীকরতেএবংবিশেষকরেইউরোপীয় ও জাপানিবাজারেশিপমেন্টপ্রত্যাখ্যানকমানোরজন্যওএইধরনেরপদক্ষেপঅপরিহার্যহয়েউঠেছে।”

২০২১-২২ সালে, ভারত ৭.৭৬ বিলিয়নমার্কিনডলার (৫৭৫.৮৬ বিলিয়নটাকা) মূল্যের ১৩,৬৯,২৬৪ টনসামুদ্রিকপণ্যরপ্তানিকরেছিল, যামূল্যেরদিকথেকেসর্বকালেরসর্বোচ্চমূল্যেররপ্তানিহিসেবেনিবন্ধিতহয়েছে, আরএরসাথেচিংড়িউৎপাদনএকমিলিয়ন MT অতিক্রমকরেছে। হিমায়িতচিংড়ি

পরিমাণ ও মূল্যেপ্রধানরপ্তানিকারকপণ্যহিসাবেস্থানঅধিকারকরেছে, যামোটপরিমাণের ৫৩ শতাংশএবংমোটরাজস্বের ৭৫ শতাংশ।

ডলারেরপরিপ্রেক্ষিতে ৪৩.৪৫ শতাংশশেয়ারসহবৃহত্তমবাজারছিলমার্কিনযুক্তরাষ্ট্র, তারপরেযথাক্রমেচিন (১৫.১৪ শতাংশ), ইউরোপ (১৪.৯৮ শতাংশ) এবংদক্ষিণপূর্বএশিয়া (১০.০৪ শতাংশ)।

 

Photo Gallery